ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, সাগরে এক নারী ও এক পুরুষকে ভাসতে দেখে লাইফগার্ডের সদস্যরা উদ্ধার করে তীরে নিয়ে আসেন। সেখান থেকে বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহতদের পরিচয় শনাক্তের ব্যাপারে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। যদি পর্যটক হয়ে থাকে তাহলে তারা কোথা থেকে এসেছেন এবং কোন হোটেলে কখন উঠেছেন সেটা জানার চেষ্টা করছি। মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
0 coment rios: