মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

স্টার প্লাস কমিউনিকেশনের মিউজিক এ্যাওয়ার্ড-২০২৩ প্রদান

স্বদেশসময় ডটকমঃ আসলাম ইকবালঃ

সঙ্গীত মানুষকে মোহিত করে এমন কেউ নেই যে, সঙ্গীতকে ভালোবাসে না। সেই সঙ্গীতকে নিয়ে স্টার প্লাস কমিউনিকেশন আয়োজন করে স্টার প্লাস কমিউনিকেশন মিউজিক এ্যাওর্য়াড-২০২৩। ১ ডিসেম্বর শুক্রবার এক পাঁচ তারকা হোটেলে সন্ধ্যায় এ্যাওয়ার্ড অনুষ্ঠান ও মনোজ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সেনা প্রধান বীর মুক্তিযোদ্ধা লেঃ জেনারেল এম. হারুন-অর-রশিদ (অবঃ) বীর প্রতীক। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য, সমাজ সেবক ও সংগঠনের প্রধান উপদেষ্ঠা জাফর ইকবাল সিদ্দিকী।
এ্যাওর্য়াড অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের পরিচালক ও চলচ্চিত্র অভিনেতা নাজমুল খান।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন চ্যানেল আইয়ের উপস্থাপিকা ড. সুবর্ণা নাওয়ার্দী।
এবার আজীবন সম্মাননা পেয়েছেন নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, বিশেষ সম্মাননা লায়লা নাজনীন হারুন, সেরা ব্যান্ড হয়েছেন-স্পন্দন, গীতিকার চিত্র পরিচালক দেওয়ান নজরুল, ভিডিও নির্মাতা সৈয়দ আলী আহসান লিটন, সঙ্গীত পরিচালক জাবেদ আহমেদ কিসলু, ভিডিও মডেল-বুলবুল টুম্পা, সঙ্গীত (পুরুষ) ইফতেখার হোসেন পিন্টু, সঙ্গীত (মহিলা) দীথি আনোয়ার, সঙ্গীত উপস্থাপক দীপ্তি চৌধুরী (চ্যানেল আই), সঙ্গীত জুড়ি এ্যাওর্য়াড-অনামিকা হাসান পুনম (এটিএন বাংলা), সেলিনা ওসমান শর্মী ও সানজিদা তিতলী এ্যাওয়ার্ড পেয়েছেন। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন আবুল হোসেন আক্কাস, মেহেদী হাসান ও মোস্তাফিজুর রহমান মিন্টু। মিডিয়া পার্টনার ছিলেন চ্যানেল আই।

ছবিঃ মোস্তাফিজ মিন্টু।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: