সিলেট নগরীর আম্বরখানা এলাকায় জেলা ও মহানগর বিএনপির লিফলেট বিতরণ ও মিছিলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। এসময় মিছিল থেকে বিএনপির ৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
শুক্রবার (৫ জানুয়ারি) বাদ জুমা নগরীর আম্বরখানা জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— সিলেট জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, সিলেট মহানগর বিএনপি নেতা আলী হায়দার মজনু, বিএনপি নেতা আকবরসহ আরও একজন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ—পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শুক্রবার বাদ জুমা মহানগরীর আম্বরখানা এলাকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও পরে মিছিলের প্রস্তুতি নেন। এসময় পুলিশ তাদেরকে সরে যাওয়ার জন্য বলে; ফলে তারা বাকবিতন্ডা জড়িয়ে গেলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়.
তিনি আরও বলেন, সড়ক অবরোধ করে যানচলাচলে বাধা সৃষ্টির দায়ে চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
0 coment rios: