রাজশাহীর দুর্গাপুরে গতকাল শুক্রবার একটি মসজিদে আওয়ামী লীগের এক নেতা নৌকা প্রতীকে ভোট চাইতে গিয়ে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত ব্যক্তিদের ভোটকেন্দ্রে যেতে নিষেধ করেছিলেন। তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আচরণবিধি লঙ্ঘনের দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে শোকজের পাশাপাশি ৫০০ টাকা জরিমানা করেন। আজ শনিবার তিনি আচরণবিধি ভঙ্গের জন্য সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত ব্যাখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করেছেন।
আওয়ামী লীগের ওই নেতার নাম আজাহার আলী। তিনি দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি। দুর্গাপুর উপজেলার হরিপুর মধ্যপাড়া মসজিদে দাঁড়িয়ে নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইতে গিয়ে তিনি বিএনপির নেতা-কর্মীদের কেন্দ্রে যেতে নিষেধ করেন। ওই বক্তব্যের জন্য তাঁকে শোকজ ও জরিমানা করা হয়।
0 coment rios: