রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে। ট্রেনের একটি বগি থেকে চার জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আজ শুক্রবার রাত ৯টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ৯টা ২৫ মিনিটে খিলগাঁও ও পোস্তগোলা ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে করছে। পরে আরও ১টি ইউনিট যায়।
এদিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আগুন নেভাতে সাহায্য করা ও নিরাপত্তা জোরদার করতে ৪ প্লাটুন আনসার মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
0 coment rios: