রবিবার, ৩ মার্চ, ২০২৪

ঢাকার রেস্তোরাঁয় ঝুঁকিপূর্ণ পরিবেশ, গ্রেপ্তার ৩৭

 ধানমন্ডি, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় প্রায় অর্ধশত রেস্তোরাঁয় এ অভিযান চালায় পুলিশ।

বেইলি রোডের বহুতল ভবনে আগুনে প্রাণহানির ঘটনায় রাজধানীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা রেস্তোরাঁগুলোর অনিরাপদ পরিবেশের বিষয়ে সামনে এলে অভিযানে নেমে পুলিশ ৩৭ জনকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে অনিয়ম দেখতে পাওয়া খাবারের দোকানগুলো।


রোববার সন্ধ্যার পর থেকে রাত ১১টা পর্যন্ত ধানমন্ডি, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় প্রায় অর্ধশত রেস্তোরাঁয় এ অভিযান চালায়।


অভিযানকালে ধানমন্ডি, মিরপুর, গুলশান এবং উত্তরা পূর্ব ও পশ্চিম থানা এলাকার খাবারের দোকানগুলো থেকে তাদের গ্রেপ্তার করা হয়; যাদের বেশির ভাগই রেস্তোরাঁর কর্মচারী বলে থানাগুলোর পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।


তবে গুলশান থানাধীন রেস্তোরাঁগুলোতে অভিযানকালে অনিয়ম না থাকায় কেউ গ্রেপ্তার হননি বলে জানিয়েছেন এ থানার ওসি মাযহারুল ইসলাম।


অভিযানের বিষয়ে থানাগুলোর কর্মকর্তারা বলছেন, রেস্তোরাঁগুলোতে অবৈধ এবং ঝুঁকিপূর্ণভাবে সিলিন্ডার রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তাদের গ্রেপ্তার করার পাশপাশি তাৎক্ষণিকভাবে সেসব রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার রাতে বেইলে রোডের আটতলা গ্রিন কোজি কটেজে ভয়াবহ আগুনে প্রাণ গেছে ৪৬ জনের, যাদের বেশির ভাগই ওই ভবনে থাকা বিভিন্ন রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত এক ডজন মানুষ। 

এ ঘটনায় দায়ের করা পুলিশের মামলায় বলা হয়েছে, ওই ভবনের বিভিন্ন তলায় ছিল ১৪টি খাবারের দোকান ও রেস্তোরাঁ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: