১৭ই মার্চ ২০২৪ (রবিবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষ্যে "হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন" এর সার্বিক সহযোগিতায় স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন এর সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী আমজাদ সুমন ও প্রধান সমন্বয়ক আনোয়ার হোসেন শিবলু।
আরো উপস্থিত ছিলেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মো: আকবর হোসেন, মহাসচিব তানিয়া শেখ, উপদেষ্টা ডা: এস এম হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান, মো: আব্দুর রাজ্জাক, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক সাদমান সাব্বির ও শিক্ষকবৃন্দ।
প্রধান সমন্বয়ক আনোয়ার হোসেন শিবলু জানান বঙ্গবন্ধুর আদর্শকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ব্রত নিয়ে আমরা হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন পরিবার এগিয়ে চলেছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে পরিকল্পনা নিয়ে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা আজ সারাবিশ্বে প্রশংসিত। বঙ্গবন্ধুর আদর্শ আমাদের সকলে জীবনের জন্য অনুকরণীয়।
সহযোগিতায়ঃ হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন
আয়োজনে: স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা
0 coment rios: