নিরাপদ খাদ্য ও ভেজাল রোধে করণীয় বিষয়ে এক আলোচনা সভা আজ (সোমবার) বিকাল ৩ ঘটিকায় স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা, আগারগাঁও, সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা "সেফ ফুড বাংলাদেশ" এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ খাদ্য মানুষের মৌলিক অধিকার। কিন্তু ভেজালমুক্ত খাদ্য প্রাপ্তির সুযোগ ক্রমেই সংকুচিত হচ্ছে। তাই খাদ্যপণ্যে ভেজাল ও দূষণের জন্য দায়ীদের কঠোর শাস্তির আওতায় আনা প্রয়োজন। পাশাপাশি আইন অমান্য করে পার পাওয়ার সুযোগও দূর করতে হবে। মৌলিক খাদ্যপণ্য ও সেবাকে বাণিজ্যিকীকরণ হতে রক্ষা করা আজ সময়ের দাবি। সরকারি সংস্থা বিএসটিআইকে আধুনিকীকরণের পাশাপাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযান জোরদার করা প্রয়োজন।
ড. জাহিদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনসুর আহমেদ চৌধুরী, প্রতিষ্ঠাতা ট্রাষ্টি, ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ, অনুষ্ঠান পরিচালনা করেন সেফ ফুড বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সেক্রেটারি মো: আকবর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: এস এম হাবিবুর রহমান, সহ-ভাপতি সেফ ফুড বাংলাদেশ, তানিয়া শেখ, কোষাধ্যক্ষ, সেফ ফুড বাংলাদেশ, আনোয়ার হোসেন শিবলু, সহ-সভাপতি সেফ ফুড বাংলাদেশ, ও এস এম সামসুল হুদা, জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ সাংবাদিক জোট।
0 coment rios: