হাফেজ "মোহাম্মদ মাহমুদুল হাসান মারুফ" এর জন্মদিনে হাফেজ উপাধিতে ভূষিত করে পাগরী পরিধান করা হলো।
হাফেজ "মোহাম্মদ মাহমুদুল হাসান মারুফ" নরসিংদীর হাসনাবাদ ,আশরাফুল উলুম মাদ্রাসা থেকে পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন। দুই ভাই বোনের মধ্যে "মোহাম্মদ মাহমুদুল হাসান মারুফ" ছোট, বড় বোন অর্পা ।৫ম শ্রেণী পাশ করে মাদ্রাসায় ভর্তি হয়ে আজ ৫ মার্চ ২০২৪ মংগলবার ফাইনালি হাফেজ উপাধিতে ভূষিত করে পাগড়ি পরিধান করিয়ে দেয়া হয়।
হাফেজ "মোহাম্মদ মাহমুদুল হাসান মারুফ"এর "মা" আজ আবেগে আপলুত হয়ে জানান মারুফ জন্মের পূর্বেই আমি আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান উপহার দিলে তাকে কোরআনে হাফেজ বানাবো ইনশাআল্লা, আল্লাহ আমার আশা পুরণ করেছেন। আমি কৃতজ্ঞ মহান আল্লাহর কাছে ।
তিনি সবার কাছে দোয়া চেয়ে আরো বলেন আমার মারুফের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেনো সুস্থ্য রাখেন যতদিন বেচে থাকেন দ্বীনের খেদমত করতে পারে।
0 coment rios: