মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

বাংলাদেশ জাতীয় জাদুঘরে 'কলের গান: সেকাল-একাল' শীর্ষক বিশেষ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং জনাব শামীম আমিনুর রহমান, স্থপতি ও লেখক এবং
সদস্য, বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদ-এর যৌথ উদ্যোগে নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে
১৬ দিনব্যাপী 'কলের গান: সেকাল-একাল শীর্ষক বিশেষ প্রদর্শনী সংস্কৃতি বিষয়ক
মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নাহিদ ইজাহার খান এমপি প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থেকে প্রদর্শনীটি উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ
বরেণ্য শিল্পী ও ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী, জনাব মফিদুল হক, ট্রাস্টি, মুক্তিযুদ্ধ
জাদুঘর এবং এলিজা বিনতে এলাহী, ভ্রমনকারী ও লেখক। স্বাগত বক্তব্য প্রদান করেন
স্থপতি শামীম আমিনুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো. কামরুজ্জামান,
মহাপরিচালক, বাংলাদেশ জাতীয় জাদুঘর। অনুষ্ঠানের শুরুতে এলিজা বিনতে এলাহীর প্রযোজনায়
ও জনাব এ আর এম নাসির-এর পরিচালনায় নির্মিত ‘The historical World of Shameem Aminur
Rahman’ তথ্যচিত্র প্রদর্শন করা হয়। তথ্যচিত্রে শামীম আমিনুর রহমানের বহুমূখি চিন্তা
চেতনার বিষয়টি উঠে আসে। স্বাগত বক্তব্যে স্থপতি আমিনুর রহমান তার এসকল নিদর্শন
সংগ্রহের আগ্রহ ও এগুলো নিয়ে তার পরিকল্পনার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে শিল্পী রফিকুন নবী বলেন, কলের গানের সাথে তার তার দাদা,
বাবা ও তিনি বংশ পরম্পরায় জড়িত ছিলেন। কলের গান জুড়ে রয়েছে অনেক স্মৃতি । তিনি
চারুকলার শিক্ষক থাকাকালীন টাকা জমিয়ে এমন কি ধার করেও অনেক রেকর্ড কিনেছেন
সেগুলো সংগ্রহে রখেছেন। শামীম আমিনুর রহমানের এ প্রদর্শনী দেখে তিনি বিস্ময় প্রকাশ
করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রতিমন্ত্রী বলেন, সংগীতের এসকল গ্রামোফোন,
রেকর্ড দেখলে এক ধরণের নস্টালজিয়া কাজ করে। এসকল নিদর্শন নিয়ে আরো বড় আকারের
একটি প্রদর্শনী ঢাকায় এবং বিভাগীয় শহর ও জেলা শহরে আয়োজন করলে জনগণ কলের গান,
রেকর্ডসহ বাংলার ঐতিহ্য সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবে।
সভাপতির বক্তব্যে বলেন, যেহেতু জাদুঘর ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক সেহেতু এ
সকল ঐতিহ্যিক নিদর্শনসমূহ জনগণের সামনে তুলে ধরাই জাদুঘরের মূখ্য কাজ। সে কাজটিই
নিরলসভাবে করে চলছে।
প্রদর্শনীটি ২৭ এপ্রিল থেকে ১২ মে ২০২৪ পর্যন্ত ১৬ দিনব্যাপী শনি থেকে বুধবার
সকাল ১০.৩০ মি. থেকে বিকাল ৫.০০মি., শুক্রবার বিকাল ৩.০০ মি থেকে সন্ধ্যা ৭.০০ মি.
ch©šÍ চলবে। বৃহস্পতিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন বন্ধ থাকবে।
উক্ত প্রদর্শনীর সংবাদ আপনার বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে প্রচারের ব্যবস্থা
গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: