স্বদেশসময়২৪.কমঃ শাহবাজ আহমেদ-
সম্প্রতি মেজর সকার লীগে ভ্যানকুভার এর বিপক্ষে
ম্যাচের পূর্বে অনুশীলনে বড় দুঃসংবাদের সামনে
দাঁড়িয়ে লিওনেল মেসি। অনুশীলনের সময় মেসিকে
বেশ ক্লান্ত দেখা যায়। তিনি বারবার হাটু গেড়ে বসে
পড়েন মাঠে। এটাই এখন লিওনেল মেসি ফ্যানদের
জন্য বড় দুঃসংবাদ। হ্যামস্ট্রিং ও হাঁটুর চোটে জাতীয় দলের হয়ে খেলা নিয়ে তার অনিশ্চয়তা দেখা দিয়েছে।
কোপা আমেরিকার পূর্বে আর্জেন্টাইন অধিনায়ক ওনের মেসির ইনজুরি বড় চিন্তার বিষয়।
এমতো পরিস্থিতিতে ভ্যানকুভার এর বিপক্ষে মেসিকে মাঠে না নামানোর পরিকল্পনা ইন্টার মায়ামি কোচ টাটা মার্তিনোর।
লাতিন ফুটবলের সেরা আসর কোপা আমেরিকার জন্য ইতিমধ্যে লিওনেল স্ক্যালোনি (আর্জেন্টাইন কোচ)
মেসিকে অধিনায়ক করে আর্জেন্টিনার প্রাথমিক দল ঘোষণা করেছে। এই সময়টা বেশ ব্যস্ত সময় পার করবেন
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
কিছুদিন পরে কোপা আমেরিকার পূর্বে আর্জেন্টিনা ২টি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। এছাড়াও বেশ ব্যস্ত সময় চলছ
এমএলএসএ। আর্জেন্টাইন এই সুপারস্টার এর দম ফেরানোর সুযোগ নেই। তাছাড়া জাতীয় দলের জার্সি গায়ে
মেসিকে দেখার জন্য ভক্তরা ইতিমধ্যে তোলপার শুরু করে দিয়েছে।
তবে আর্জেন্টাইন ভক্তদের জন্য দুঃসংবাদ - মেসির ছোট ইনজুরির কারণে প্রস্তুতি ম্যাচগুলোতে মাঠে নাও দেখা
যেতে পারে এই ফুটবলারকে। ইনজুরি কোনভাবেই পিছু ছাড়ছে না লিওর। কিছুদিন আগে ইনজুরি থেকে ফিরে
পুনরায় হাটুতে ব্যথা অনুভব করছেন এই তারকা।
এরমধ্যে অনেকগুলো ম্যাচের পরিকল্পনা চলছে। আগামী ২৬ মে ভ্যানকুভারের বিপক্ষে এমএলএস ( মেজর
লীগ সকার) এর ম্যাচ রয়েছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে কানাডার একটি স্টেডিয়ামে। তাই ইতিমধ্যেই মেসির দল
ইন্টার মায়ামি কানাডায় পৌঁছে গেছে। তবে এই ম্যাচে আর্জেন্টাইন সুপারস্টারকে মাঠে দেখা যাবে কি’না তা
নিয়ে সন্দেহ রয়েছে।
গুঞ্জন শোনা যাচ্ছে ভ্যানকুভার এর বিপক্ষে মাঠে না নামার সম্ভাবনা রয়েছে আর্জেন্টাইন এই মহা তারকার।
কিছুদিন পরে আবার প্রস্তুতি ম্যাচ হিসেবে আর্জেন্টিনা ইকুয়েডর ও গুয়েতেমালা এর বিপক্ষে মাঠে নামবে।
আর্জেন্টিনার খেলা কবে জেনে নিন।
শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আসরে নিজেদের আধিপত্য ধরে রাখতে, আর্জেন্টিনা দলের মেসি ও ডি-মারিয়া রাই বড়
ভরসার নাম। বিশ্বকাপজয়ী এই দলটার নেতৃত্বে থাকবেন লিও মেসি। তবে হঠাৎ করে মেসির ইনজুরি বড় চিন্তার
কারণ হয়ে দাঁড়িয়েছে।
এমএলএস এর পরবর্তী ম্যাচ ভ্যানকুভার এর বিপক্ষে মেসিকে চোটাক্রান্ত অবস্থায় মাঠে না নামানোর
পরিকল্পনা করছে ইন্টার মায়ামি কোচ টাটা মার্তিনো। নিজেদের শেষ ১০ ম্যাচে টানা অপরাজিত থেকেছে মেসির
দল ইন্টার মায়ামি। তাই খানিকটা নির্ভয় আছে মায়ামি ম্যানেজমেন্টের।
দ্রুত আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসির ইনজুরি সম্ভাবনা কাটলে তাকে আর্জেন্টিনার
জার্সিতে কোপা আমেরিকার পূর্বের ফ্রেন্ডলি ম্যাচগুলোতে দেখা যেতে পারে। ইকুয়েডর ও গুয়েতেমালা এর
বিপক্ষে মেসিকে মাঠে দেখা যাবে কিনা এই নিয়ে সংশয় রয়েছে।
0 coment rios: