মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি শীর্ষক আলোচনা

স্টাফরিপোর্টার স্বদেশসময়.কম : ঝিনাইদহঃ ২৭ মে ২০২৪ সোমবার, সকাল ১০ ঘটিকায় ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ বার্ষিক সমন্বয় সভা,অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন মান্যবর জেলা প্রশাসক জনাব এস এম রফিকুল ইসলাম মহোদয়,সভাপতিত্ব করেন জনাব,ইয়ারুল ইসলাম,উপ পরিচালক স্থানীয় সরকার,ঝিনাইদহ।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন,ঝিনাইদহ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম মহোদয় সহ সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ,সকল উপজেলা কো-অর্ডিনেটরবৃন্দ,হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর/ইউপি সচিব বৃন্দ।
আলোচনার মধ্যে গ্রাম আদালতের মামলা গ্রহণ গ্রাম আদালতের মামলা পরিচালনার ক্ষেত্রে দ্রুত তার সাথে নিষ্পত্তি করা গ্রাম আদালতের মামলা পরিচালনায় আবেদনকারী যাতে হয়রানের শিকার না হয়, গ্রাম আদালতের মামলার হার বৃদ্ধি করন এ ছাড়াও যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন এছাড়া দেওয়ানী ফৌজদারী মামলা মামলার ফিস বর্তমানে মামলার ক্ষমতা গ্রাম আদালতে মামলা গ্রহণের ক্ষমতা ৭৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে যে তিন লাখ টাকা করা হয়েছে সে বিষয়ে আলোচনা করেন এবং গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম কে আরো বেগবান করার লক্ষ্যে উপস্থিত এসইও ও সচিব মহোদয়গণকে আরো গুরুত্বের সাথে তাদের কাজ পরিচালনা করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এছাড়া উক্ত গ্রাম আদালতের ব্যবস্থা নথি ব্যবস্থাপনা সম্পর্কে এবং মাসিক প্রতিবেদন তৈরি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: