রবিবার, ১৯ মে, ২০২৪

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে

 ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। উত্তর-পশ্চিম ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা শহরে এটি নিয়ন্ত্রণহীনভাবে অবতরণ করে। এ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

শনিবার ইলহাম আলিয়েভের সঙ্গে একটি বাঁধ উদ্বোধন করতে প্রতিবেশী দেশ আজারবাইজানে ছিলেন রাইসি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এ ঘটনার কারণ অনুসন্ধাণে অভিযান চলছে। শিগগিরই বিস্তারিত জানা যাবে।

পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান এবং প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম রাইসির মতো একই হেলিকপ্টারে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

জ্বালানিমন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান এবং আবাসন ও পরিবহন মন্ত্রী মেহরদাদ বজরপাশ অন্য হেলিকপ্টারে ছিলেন। তারা নিরাপদে ফিরে আসেন।  

সূত্র: আলজাজিরা



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: