বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা সম্পর্কে স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও Changemakers For Rights & Development - CRD এই দুই সংগঠনের মধ্যে একটি সংলাপ অনুষ্ঠিত।
এর শিরোনাম ছিল ‘জলবায়ু পরিবর্তন ও আমাদের ভবিষ্যৎ, তারুণ্যের মুখোমুখি,। গতকাল শুক্রবার বিকেল চারটায় স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার অফিসে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
এই জলবায়ু সংলাপের আয়োজন করে Changemakers For Rights & Development - CRD
এ সময় উপস্থিত ছিলেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মো. আকবর হোসেন।
আকলিমা আক্তার সাথী এবং
Changemakers For Rights & Development - CRD এর প্রতিষ্ঠাতা সভাপতি আকলিমা আক্তার সাথী, কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ শেখ হৃদয়, মো. আনোয়ার হোসেন ও জান্নাতুল ফেরদৌস।
স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মো. আকবর হোসেন বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবিলা করতে হলে বিশ্বের প্রতিটি রাষ্ট্রের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যন্ত জরুরি। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের বিষয়ে মানুষকে সচেতন করতে হবে।
0 coment rios: