হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশনের উদ্যোগে স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা পরিচালিত স্বদেস মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন, কামরাংগীরচর শাখার সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
আজ ১৭ জুলাই ২০২৪(বুধবার) কামরাংগীরচর ধাকায় অবস্থিত স্বদেস মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের মধ্যে এই খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেস মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের চেয়ারমযান মোঃ আকবর হোসেন।
হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আমজাদ সুমন, প্রধান সমন্বয়ক আনয়ার হোসেন শিবলু, উপদেষ্টা আব্দুর রহমান,
আরো উপস্থিত ছিলেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা অন্যতম নির্বাহী সদস্য ইমরান আহমেদ, উম্মে সালমা, সাধারন সম্পাদক, নিরাপদ চিকিৎসা চাই, মোঃ গোলাম রহমান, চেয়ারম্যান , স্টুডেন্ট এডুকেশনাল এসোসিয়েশন, সাদমান সাব্বির, প্রচার সম্পাদক ,স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও শিক্ষক শাহনাজ পারভীন।
আলহামদুলিল্লাহ
উত্তরমুছুনআল্লাহ কবুল করুন