দেশেরর চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছিলেন। ওই আহ্বানে সম্মতি দিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট।
রোববার (২৮ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক চিঠিতে জোটের পক্ষ থেকে এই সমর্থনের কথা জানানো হয়েছে।
জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এবং ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ফরিদুজ্জামান ফরহাদ জাতীয় ঐক্যের বিষয়টি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিঠি দিয়েছেন বলে জানা গেছে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির জানান, চিঠিতে বলা হয়েছে-সরকারের পদত্যাগের দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ঐক্যবদ্ধ হতে বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানে জাতীয়তাবাদী সমমনা জোট ও এনপিপি সম্মতি জ্ঞাপন করছে।
0 coment rios: