রোববার (৪ আগস্ট) সকালে পৌর শহরের চৌরাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ বক্স ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সরেজমিনে দেখা যায়, বিক্ষোভকারীরা সরকার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আর পুলিশ বক্সে হামলায় সময় একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি আহসানুল কবির রিপন গুরুতর আহত হন। এ ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এছাড়া ঢাকা-কুয়াকাটা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এছাড়া মিছিল নিয়ে আন্দোলনে যোগ দেয় জেলা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ। আন্দোলনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দেখা গেছে।
0 coment rios: