র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন এ কে এম শহিদুর রহমান
আজ বুধবার (৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণলায়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কর্যকর করা হবে।
এর আগে এ কে এম শহিদুর রহমান পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিদর্শকের দায়িত্ব পালন করেছেন। তিনি র্যাবের মহাপরিচালক হিসেবে মো. হারুন-অর-রশিদের স্থলাভিষিক্ত হচ্ছেন। মো. হারুন-অর-রশিদকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
0 coment rios: