বিসমিল্লাহির রাহমানির রাহিম
ইয়া আল্লাহ! ইয়ারাহমাণু!! ইয়ারাহিম!!
আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য।
অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিম নবী হযরত মুহাম্মদ (সাঃ) ও উনার আল-আওলাদ এবং আহালে বায়েতের ওপর। দেশের এই ক্লান্তি লগ্নে আমি গোলাম আল- কোরআনের সুরা আল ইমরাণের ৩নং আয়াতের মর্মানুযায়ী বাংলাদেশের সকল আওলিয়া ও হক্কাণী আ্লেমগণকে ঐক্যবদ্ধ নেতৃত্বের মাধ্যগে দ্বীন ইসাল্ম বা বিশ্বনবী (সাঃ) এর মতবাদ' কায়েম করার চেষ্টা করতে বিনীত অনু্রোধ করা হল। এ প্রসঙ্গে দেশের সকলকে বেশী বেশী আল্লাহর জিকীর ও বিশ্ব নবী (সঃ) ওপর দরুদ ও সালা্ম প্রেরণের জন্য পরামর্শ দেয়া হল, আমিন।
আরজ গুজার
বাংলার আওলিয়া ও হককাণী- আলেমদের পক্ষেঃ-
সৈয়দ আঃ রব সুপতা (মোজাদেদী, জামানার মোজাদ্দেদ)
মোহাম্মাদীয়া দরবার শরীফ, প্রচার দপ্তর;
২১৮/৫ পশ্চীস আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা।
মোবা: ০১৭২০০০৭৮৯৩।
0 coment rios: