রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

২৯তম লিও ডিস্ট্রিক্ট, ৩১৫বি২,ফাউন্ডেশন ডে উদযাপন


২৯তম লিও ডিস্ট্রিক্ট, ৩১৫বি২,ফাউন্ডেশন ডে উপলক্ষে লিও সদস্যরা লায়ন সদস্যদের উপস্থিতিতে কেক কেটে এবং লিও সদস্যদের উপস্থিতি ও অক্টোবর সার্ভিস এ সর্বোচ্চ সার্ভিস এর জন্য অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড দিয়ে দিনটি উদযাপন করেছে।

এ সময় উপস্থিত ছিলেন লায়ন মোঃ শফিউল আলম পিএমজেএফ,ডিস্ট্রিক্ট গভর্নর ২০২৪-২০২৫), ডিস্ট্রিক্ট ৩১৫বি২,

লিও মুক্তাদির সিফাত, লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট,(২০২৪-২০২৫),ডিস্ট্রিক্ট ৩১৫বি২
লায়ন শেখ ওবায়েদ উল্লাহ, ক্যাবিনেট সেক্রেটারি (২০২৪-২০২৫),ডিস্ট্রিক্ট ৩১৫বি২
লিও জাকিয়া সুলতানা,লিও ডিস্ট্রিক্ট সেক্রেটারি,(২০২৪-২০২৫),ডিস্ট্রিক্ট ৩১৫বি২
লিও মো: রুহুল আমিন সরকার,লিও ডিস্ট্রিক্ট ট্রেজারার,(২০২৪-২০২৫),ডিস্ট্রিক্ট ৩১৫বি২
লায়ন রাজ্জাক আহমেদ,রিজিয়ন চেয়ারপারসন এবং লিও ক্লাবস চেয়ারম্যান,(২০২৪-২০২৫),ডিস্ট্রিক্ট ৩১৫বি২
লায়ন আনোয়ার হোসেন ভূঁইয়া,রিজিয়ন চেয়ারপারসন হেডকোয়ার্টার,(২০২৪-২০২৫),ডিস্ট্রিক্ট ৩১৫বি২
লায়ন হারুন অর রশিদ শিপলু,রিজিয়ন চেয়ারপারসন,(২০২৪-২০২৫),ডিস্ট্রিক্ট ৩১৫বি২
লায়ন ফয়সাল হাসান,রিজিয়ন চেয়ারপারসন,(২০২৪-২০২৫),ডিস্ট্রিক্ট ৩১৫বি২

লায়ন শেখ জহিরুল ইসলাম,জোন চেয়ারপার্সন কনসার্ন,(২০২৪-২০২৫),ডিস্ট্রিক্ট ৩১৫বি২ এবং আরো লায়ন লিও লিডারবৃন্দ উপস্থিত হয়ে অনুষ্ঠানটি উপভোগ করেন। 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: