ঝংকার ললিতকলা একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
ছায়ানট ভবনে জমকালো আয়োজনে মনোমুগ্ধকর পরিবেশনা
ঢাকা,২৯ জানুয়ারি ২০২৫: ছায়ানট ভবনে আয়োজিত হলো ঝংকার ললিতকলা একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে দেশের খ্যাতনামা ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানের প্রতি তাদের গভীর আগ্রহ প্রদর্শন করেন।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালারস্ মাল্টিমিডিয়ার ডিরেক্টর নাজমুল খান, প্রখ্যাত ফটো সাংবাদিক মোস্তাফিজুর রহমান মিন্টু, ঝংকার ললিতকলা একাডেমির নৃত্য পরিচালক তাবাসসুম আহমেদ, বাংলাদেশ বেতারের উপস্থাপক শেখ নজরুল ইসলাম, প্রতিষ্ঠাতা শাহীন, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার একাউন্ট অফিসার সাদমান সাব্বির।
এছাড়া, উপস্থিত ছিলেন মো: আকবর হোসেন,, প্রতিষ্ঠাতা স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন।
অনুষ্ঠানে নানা সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি সংগঠনটির প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তাদের ধারাবাহিক সৃজনশীল কাজের প্রশংসা করা হয়।
ঝংকার ললিতকলা একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠানটি দেশের সাংস্কৃতিক অঙ্গনে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
0 coment rios: