সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক বনভোজন সম্পন্ন।
গাজীপুরের ফাল্গুন শুটিং স্পটে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আয়োজিত বার্ষিক বনভোজন সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত ১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে শতাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থী অংশগ্রহণ করে।
স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজনের লক্ষ্য ছিল শিশুদের মাঝে আনন্দ ও শিক্ষা-বহির্ভূত অভিজ্ঞতা প্রদান। পুরো আয়োজনটিতে সহযোগিতা করেছেন ফিরোজ আহমেদ, জান্নাতুন নাঈম ইরা, হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন, ফাল্গুন শুটিং স্পষ্ট এবং স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা।
দিনব্যাপী এই আয়োজনের মধ্যে ছিল প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়ানো, খেলাধুলা এবং শিক্ষার্থী ও অতিথিদের জন্য র্যাফেল ড্র। অংশগ্রহণকারীরা দিনটি অত্যন্ত আনন্দঘন পরিবেশে উপভোগ করে।
এই ধরনের উদ্যোগ সুবিধাবঞ্চিত শিশুদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের জীবনে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করে।
এ সময় উপস্থিত ছিলেন:
স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন এর চেয়ারম্যান মোঃ আকবর হোসেন, মহাসচিব ও প্রধান শিক্ষক তানিয়া শেখ।
স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন এর চেয়ারম্যান মোঃ আকবর হোসেন, মহাসচিব ও প্রধান শিক্ষক তানিয়া শেখ।
সংস্কৃতিক অনুষ্ঠান
স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা উপদেষ্টা
লায়ন ফিরোজ আহমেদ, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ভাইস চেয়ারম্যান জান্নাতুল নাইম ইরা, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক,সিরাজুল ইসলাম সাগর, অর্থ সম্পাদক, সাদমান সাব্বির, ও সাংগঠনিক সম্পাদক মশিয়ুর রহমান।
হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন শিবলু
SEA ফাউন্ডেশন এর চেয়ারম্যান গোলাম রহমান, সমাজসেবক মোহাম্মদ মিঠু
সাবাহ,
শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়
0 coment rios: