সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বছরের ১ম দিন স্বাস্থ্যসম্মত ফল উৎসব’র আয়োজন
JCI Dhaka young club ” এর উদ্যোগে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন,ঢাকা আগারগাঁও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে বর্ণাঢ্য ফল উৎসব দিয়ে ইংরেজি নতুন বছর উদযাপিত হয়েছে।
আজ বুধবার (১ জানুয়ারি ২০২৫) বিকালে স্কুল প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়।
এ সময় “JCI Dhaka young club” এর প্রেসিডেন্ট সৌরভ বড়ুয়া শিশুদের হাতে ফল তুলে দেন।
আলোচনায় অংশ নেন JCI Dhaka young club ”
এর সাধারণ সম্পাদক আশিকুর রহমান, ভাইস প্রেসিডেন্ট মো: ইউসুফ, সদস্য মো: নাসির উদ্দীন ও মো: নাঈম।
আরো উপস্থিত ছিলেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো.আকবর হোসেন।
মহাসচিব তানিয়া শেখ, প্রোগ্রাম অফিসার ফারহানা কান্তা, একাউন্ট অফিসার সাদমান সাব্বির, সিনিয়র শিক্ষক রাশিদা আক্তার, শিক্ষক সোহাগি আক্তার ও জাবেদ হোসেন।
বিশেষ ভাবে ধন্যবাদ জানাই স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম ইরা কে।
প্রেসিডেন্ট সৌরভ বড়ুয়া বলেন স্বদেশ মৃত্তিকার এই সুবিধা বঞ্চিত শিশুদের সাথে সারাবছর পাশে থাকবো। এই স্কুলটি এখন থেকে আমাদের মানি JCI এর একটি অংশ।
0 coment rios: