আজ (২৪ ফেব্রুয়ারি) সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঢাকা-সিলেট-ঢাকা রেলপথে বিরতিহীন ট্রেন 'টাঙ্গুয়ার এক্সপ্রেস' দ্রুত চালুর দাবিতে রেলভবনের সামনে সকাল ১০:০০ টায় এক মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন এর সভাপতি কয়েস সামী। সভার সভাপতিত্ব করেন ক্যাপ্টেন মিজানুর রহমান, মূল বক্তা ছিলেন সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সোহেল।
মানববন্ধনটির পরিচালনায় ছিলেন মানববন্ধন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন শিপলু, এবং শুভেচ্ছা বক্তব্য দেন মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইন্তেশার চৌধুরী। ব্যবস্থাপনায় ছিলেন সাইদুল হক চৌধুরী ও নবাব সালেহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব লোকমান আহমেদ, পল্টন থানার আমির শাহীন আহমেদ, বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী হীরেন চন্দ্র পাল, এবং জালালাবাদ এসোসিয়েশনের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সজল ও মেনন চৌধুরী
এছাড়া সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্যরা ছিলেন রিপন কবির লস্কর, আব্দুল সালাম, জমশেদ আলী খান কিরণ, এনাম আহমেদ, সায়েম আহমেদ, রেশাদ চৌধুরী, এনামুল হক জয়নাল, নুরুল ইসলাম, আবদুর রহমান, শহীদ, কমল, তাহিদুল সহ আরো অনেকে।
এ মানববন্ধনের মাধ্যমে সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি পূরণের জন্য রেল কর্তৃপক্ষের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।