শনিবার, ২৯ মার্চ, ২০২৫

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণে শুদ্ধতার অগ্রযাত্রা ফাউন্ডেশন

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণে শুদ্ধতার অগ্রযাত্রা ফাউন্ডেশন

 সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণে শুদ্ধতার অগ্রযাত্রা ফাউন্ডেশন

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই হাসি-খুশির উৎসব। কিন্তু সমাজের একাংশ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এই উৎসবের আনন্দ অনেক সময় ফিকে হয়ে যায়। সেই আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে শুদ্ধতার অগ্রযাত্রা ফাউন্ডেশন আয়োজন করেছে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি।

এই মহতী উদ্যোগের মাধ্যমে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের সুবিধাবঞ্চিত শিশুদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে  সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন ঈদ উপহার। তাদের মুখে হাসি ফোটাতে ফাউন্ডেশনের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এসময় প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন শুদ্ধতার অগ্রযাত্রা ফাউন্ডেশন চেয়ারম্যান কামরুজ্জামান বাবুল

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন শিপলু, প্রতিষ্ঠাতা হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন, জহিরুল আলম জাবেদ, ব্যাবস্থাপনা সম্পাদক, আপনার স্বাস্থ্য, মোঃ আনোয়ার হোসেন, বিশিষ্ঠ ব্যাবসায়ী ও সমাজ সেবক, মাসুদা পারভীন লাকী, সমাজকর্মী, 

 আরো উপস্থিত ছিলেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সাগর, শিক্ষক রাশিদা আক্তার, সোহাগী আক্তার ও জাবেদ হোসেন সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।


কামরুজ্জামান বাবুল বলেন শুদ্ধতার অগ্রযাত্রা ফাউন্ডেশন বিশ্বাস করে, সমাজের প্রতিটি শিশুই হাসি ও আনন্দ পাওয়ার অধিকার রাখে। তাই ঈদের এই আয়োজনে তারা একাত্ম হতে পেরে গর্বিত।

আপনার ছোট্ট সহযোগিতাও বদলে দিতে পারে এক শিশুর ঈদ। আসুন, আমরা সবাই মিলে ভালোবাসা ও মানবতার হাত বাড়াই।

শুদ্ধতার অগ্রযাত্রা ফাউন্ডেশন – এগিয়ে চলি মানবতার পথে!

মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

মরহুমা জেসমিন রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মরহুমা জেসমিন রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 মরহুমা জেসমিন রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মরহুমা জেসমিন রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝলক ফাউন্ডেশন উদ্যোগে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জাহিদ আহমেদ চৌধুরী, প্রতিষ্ঠাতা ঝলক ফাউন্ডেশন ও উপদেষ্টা স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. আকবর হোসেন, চেয়ারম্যান স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জুয়েল চৌধুরী, সাধারণ সম্পাদক, জালালাবাদ যুব অর্গানাইজেশন, 

আবু বকর সিদ্দিক, পরিচালক, জালালাবাদ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন, 

সামরিণ রহমান, পরিচালক, ঝলক ফাউন্ডেশন,

সাইফুল ফারুকী, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট,

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, শিক্ষক রাশিদা আক্তার, সোহাগি আক্তার, জাবেদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শেষে মরহুমার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা নাজমুল হোসেন।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করাই তাদের প্রধান লক্ষ্য। এই আয়োজনের মাধ্যমে তারা মরহুমার আত্মার শান্তির জন্য দোয়া করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।


রবিবার, ২৩ মার্চ, ২০২৫

 বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) প্রতিযোগীদের নিয়ে "তেলাওয়াতে পাক কোরআন, সিয়াম সাধনায় ভরে প্রান" ধীমকে সামনে রেখে "কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৫" এর "হ্যান্ড ফিন্যাল" অনুষ্ঠিত

বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) প্রতিযোগীদের নিয়ে "তেলাওয়াতে পাক কোরআন, সিয়াম সাধনায় ভরে প্রান" ধীমকে সামনে রেখে "কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৫" এর "হ্যান্ড ফিন্যাল" অনুষ্ঠিত

 

 ২৩ মার্চ ২০২৫ তারিখ রোজ রবিবার দুপুর ২:০০ ঘটিকায় বনানী ক্লাব লিমিটেড, বনানী, ঢাকা-তে অবাক বাংলাদেশ ও কলক ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মতো বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) প্রতিযোগীদের নিয়ে "তেলাওয়াতে পাক কোরআন, সিয়াম সাধনায় ভরে প্রান" ধীমকে সামনে রেখে "কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৫" এর "গ্র্যান্ড ফিন্যাল" অনুষ্ঠিত হয়। 

সারা দেশ থেকে অনলাইনে ১২০ জন প্রতিবন্ধীরা রেজিষ্ট্রেশন করে। যেখান থেকে ২য় রাউন্ডের জন্য ৬০ জন প্রতিযোগিদের বাছাই করা হয়। বাছাইকৃত ৬০জন থেকে ৩০ জন প্রতিযোগীকে ফাইনাল রাউন্ডের জন্য চূড়ান্তভাবে বাছাই করে সরাসরি মঞ্চে প্রতিযোগীতা করে চ্যাম্পিয়ন, রানারআপ এবং অন্যান্য স্থান নির্ধারণ করা হয়। অনুষ্ঠান পরিচালনার করেন, অবাক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব সোহেল রানা।

অনুষ্ঠানের শুরুতেই অবাক বাংলাদেশ ও ঝলক ফাউন্ডেশন এর চেয়ারম্যান ড. জাহিদ আহমেদ চৌধুরী বিপুল সকলকে স্বাগত জানান। সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী জনগোষ্ঠীকে তাদের প্রতিভা বিকাশে সারা দেশে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিযোগিতার আয়োজন করবেন এবং তাদেও সমাজের মূলস্রোতধারায় সম্পৃক্ত করতে আরো জোড়ালোভাবে কাজ করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলদেশ (টিআইবি)'র ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব মনসুর আহমেদ চৌধুরী।

 তিনি বক্তব্যে বলেন, সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধীদের প্রতিভা বিকাশে আয়োজিত "কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৫" অনুষ্ঠানটির আয়োজকদের সাধুবাদ জানান। তিনি বলেন প্রতিবন্ধীদের প্রতিভা বিকাশের মাধ্যমে তাদেও সমাজের মূলস্রোতধারায় সম্পৃক্ত করতে সহায়ক ভূডমিকা রাখবে। পাশাপাশি প্রতিবন্ধী জনগোষ্ঠীদের মাঝে দুর্নীতি বিরুদ্ধে সচতনতা সৃষ্টি করতে হবে। দুর্নীতি বিরুদ্ধে সচতনতা সৃষ্টি করতে টিআইবি সব সময় পাশে থাকবে। পরিশেষে, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য অনেক দোয়া, অভিনন্দন ও শুভেচ্ছা রইলো। বক্তব্য শেষে প্রধান অতিথি সকল বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তাশিক আহমেদ, উপদেষ্টা, এটিএন বাংলা, 

জনাব মোঃ আরফাতুর রহমান আপেল, চেয়ারম্যান, ইম্পোরিয়াম প্রোপার্টিস দিয় ও প্রাক্তণ পরিচালক, বনানী ক্লাব লিমিটেড। 

ডাঃ শাহনেওয়াজ চৌধুরী, সভাপতি, সুইড বাংলাদেশ, সৈয়দা মাকসুদা মর্তুজা লাইজু, পরিচালক, গুলশান নর্থ ক্লাব লিমিটেড ও প্রকৌশলী আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, ভাটারা সমিতি, ঢাকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মোঃ আবুবকর সিদ্দিক, উপদেষ্টা, অবাক বাংলাদেশ। তিনি সভাপতির বক্তব্যে বলেন।

প্রতিবন্ধী জনগোষ্ঠী কখনো সমাজের বোঝা হতে পারে না। তারা সমাজের সম্পদ। তাদেরকে একটু ভালবাসা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে একটু পরিচর্যা করলে তারাও বিভিন্ন ক্ষেত্রে সমাজ তথা রাষ্ট্রের উন্নয়নে অনেক ভূমিকা রাখবে।

তিনি বিজয়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিল ২০২৫ অনুষ্ঠিত

স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিল ২০২৫ অনুষ্ঠিত


সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এক হৃদয়স্পর্শী ইফতার আয়োজন সম্পন্ন করেছে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন।
আজ ২১ রমজান ঢাকা গ্রীনভিল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট, কেরানিগঞ্জ ইফতার পাটি অনুষ্ঠিত হয়।

এই মহতী উদ্যোগে সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুদ্ধতার অগ্রযাত্রা ফাউন্ডেশন-এর চেয়ারম্যান আক্তারুজ্জামান বাবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন শিপলু।

উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা-এর উপদেষ্টা সৈয়দ তারিক উজ জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

শেখ নজরুল ইসলাম, মহাসচিব, বন্ধন ও উপস্থাপক, বাংলাদেশ বেতার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন-এর চেয়ারম্যান মোঃ আকবর হোসেন।

পরিচালনার দায়িত্বে ছিলেন: গোলাম রহমান, চেয়ারম্যান, স্টুডেন্ট এডুকেশনাল অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইমরান আহমেদ, মোঃ বাবুল হোসেন, সিরাজুল ইসলাম, জাবেদ হোসেন, রাশিদা আক্তার ও সোহাগি আক্তার।

আয়োজনে: স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা, হাত বাড়িয়ে দেও ফাউন্ডেশন ও শুদ্ধতার অগ্রযাত্রা ফাউন্ডেশন।

এই আয়োজন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এক আনন্দময় ও হৃদয়গ্রাহী মুহূর্ত তৈরি করে, যা সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা ও সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত।