২৩ মার্চ ২০২৫ তারিখ রোজ রবিবার দুপুর ২:০০ ঘটিকায় বনানী ক্লাব লিমিটেড, বনানী, ঢাকা-তে অবাক বাংলাদেশ ও কলক ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মতো বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) প্রতিযোগীদের নিয়ে "তেলাওয়াতে পাক কোরআন, সিয়াম সাধনায় ভরে প্রান" ধীমকে সামনে রেখে "কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৫" এর "গ্র্যান্ড ফিন্যাল" অনুষ্ঠিত হয়।
সারা দেশ থেকে অনলাইনে ১২০ জন প্রতিবন্ধীরা রেজিষ্ট্রেশন করে। যেখান থেকে ২য় রাউন্ডের জন্য ৬০ জন প্রতিযোগিদের বাছাই করা হয়। বাছাইকৃত ৬০জন থেকে ৩০ জন প্রতিযোগীকে ফাইনাল রাউন্ডের জন্য চূড়ান্তভাবে বাছাই করে সরাসরি মঞ্চে প্রতিযোগীতা করে চ্যাম্পিয়ন, রানারআপ এবং অন্যান্য স্থান নির্ধারণ করা হয়। অনুষ্ঠান পরিচালনার করেন, অবাক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব সোহেল রানা।
অনুষ্ঠানের শুরুতেই অবাক বাংলাদেশ ও ঝলক ফাউন্ডেশন এর চেয়ারম্যান ড. জাহিদ আহমেদ চৌধুরী বিপুল সকলকে স্বাগত জানান। সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী জনগোষ্ঠীকে তাদের প্রতিভা বিকাশে সারা দেশে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিযোগিতার আয়োজন করবেন এবং তাদেও সমাজের মূলস্রোতধারায় সম্পৃক্ত করতে আরো জোড়ালোভাবে কাজ করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলদেশ (টিআইবি)'র ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব মনসুর আহমেদ চৌধুরী।
তিনি বক্তব্যে বলেন, সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধীদের প্রতিভা বিকাশে আয়োজিত "কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৫" অনুষ্ঠানটির আয়োজকদের সাধুবাদ জানান। তিনি বলেন প্রতিবন্ধীদের প্রতিভা বিকাশের মাধ্যমে তাদেও সমাজের মূলস্রোতধারায় সম্পৃক্ত করতে সহায়ক ভূডমিকা রাখবে। পাশাপাশি প্রতিবন্ধী জনগোষ্ঠীদের মাঝে দুর্নীতি বিরুদ্ধে সচতনতা সৃষ্টি করতে হবে। দুর্নীতি বিরুদ্ধে সচতনতা সৃষ্টি করতে টিআইবি সব সময় পাশে থাকবে। পরিশেষে, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য অনেক দোয়া, অভিনন্দন ও শুভেচ্ছা রইলো। বক্তব্য শেষে প্রধান অতিথি সকল বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তাশিক আহমেদ, উপদেষ্টা, এটিএন বাংলা,
জনাব মোঃ আরফাতুর রহমান আপেল, চেয়ারম্যান, ইম্পোরিয়াম প্রোপার্টিস দিয় ও প্রাক্তণ পরিচালক, বনানী ক্লাব লিমিটেড।
ডাঃ শাহনেওয়াজ চৌধুরী, সভাপতি, সুইড বাংলাদেশ, সৈয়দা মাকসুদা মর্তুজা লাইজু, পরিচালক, গুলশান নর্থ ক্লাব লিমিটেড ও প্রকৌশলী আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, ভাটারা সমিতি, ঢাকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মোঃ আবুবকর সিদ্দিক, উপদেষ্টা, অবাক বাংলাদেশ। তিনি সভাপতির বক্তব্যে বলেন।
প্রতিবন্ধী জনগোষ্ঠী কখনো সমাজের বোঝা হতে পারে না। তারা সমাজের সম্পদ। তাদেরকে একটু ভালবাসা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে একটু পরিচর্যা করলে তারাও বিভিন্ন ক্ষেত্রে সমাজ তথা রাষ্ট্রের উন্নয়নে অনেক ভূমিকা রাখবে।
তিনি বিজয়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
0 coment rios: