মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

মরহুমা জেসমিন রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 মরহুমা জেসমিন রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মরহুমা জেসমিন রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝলক ফাউন্ডেশন উদ্যোগে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জাহিদ আহমেদ চৌধুরী, প্রতিষ্ঠাতা ঝলক ফাউন্ডেশন ও উপদেষ্টা স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. আকবর হোসেন, চেয়ারম্যান স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জুয়েল চৌধুরী, সাধারণ সম্পাদক, জালালাবাদ যুব অর্গানাইজেশন, 

আবু বকর সিদ্দিক, পরিচালক, জালালাবাদ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন, 

সামরিণ রহমান, পরিচালক, ঝলক ফাউন্ডেশন,

সাইফুল ফারুকী, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট,

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, শিক্ষক রাশিদা আক্তার, সোহাগি আক্তার, জাবেদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শেষে মরহুমার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা নাজমুল হোসেন।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করাই তাদের প্রধান লক্ষ্য। এই আয়োজনের মাধ্যমে তারা মরহুমার আত্মার শান্তির জন্য দোয়া করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: