শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

জনস্বার্থ ফাউন্ডেশন পাবনা শাখার ঈদ পুনর্মিলনী ও উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত

 

জনস্বার্থ ফাউন্ডেশন পাবনা শাখার ঈদ পুনর্মিলনী ও উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জনস্বার্থ ফাউন্ডেশন এর পাবনা শাখার সকল সদস্যদের অংশগ্রহণে এক হৃদয়গ্রাহী ঈদ পুনর্মিলনী ও উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে এলাকার আর্থসামাজিক উন্নয়ন, পারস্পারিক সহায়তা এবং যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, সকল সদস্যদের চাঁদার মাধ্যমে জনাব লাল চাঁদ আলী মন্ডলের কন্যার বিবাহ অনুষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করা হবে। সফলভাবে এই অনুদান কার্যক্রম পরিচালিত হওয়ায় উপস্থিত সকলের মধ্যে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

এছাড়াও এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড—যেমন দরিদ্রদের সহায়তা, শিক্ষার প্রসার এবং সমাজ উন্নয়নে যুবকদের সম্পৃক্ত করার জন্য সবাই ঐক্যমতের ভিত্তিতে নানা পরিকল্পনা গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জনাব ডি. এম. সাকলায়েন, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোঃ সুমন, মোঃ নজরুল সরদার, মোহাম্মদ টিটু হাজারী, মোহাম্মদ মাসুদ রানা খান, মোহাম্মদ হেলাল খান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ, মোঃ আব্দুল আউয়াল সেখ, মোহাম্মদ মিলন শেখ প্রমুখ।

সভাপতি জনাব ডি. এম. সাকলায়েন তাঁর বক্তব্যে বলেন, "ভবিষ্যতে আমরা এই এলাকার উন্নয়নে সকল যুবসমাজকে সঙ্গে নিয়ে আরও সক্রিয়ভাবে কাজ করব। একে অন্যের পাশে থেকে পারস্পারিক সৌহার্দ ও সহযোগিতার মধ্য দিয়ে সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের মূল লক্ষ্য।"

জনস্বার্থ ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ সকলের মাঝে উদ্দীপনা ও আশাবাদের সঞ্চার করেছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

1 টি মন্তব্য:

  1. অনেক চমৎকার একটি রিপোর্ট করেছেন। এলাকায় যুব সমাজকে সাথে নিয়ে জনস্বার্থ ফাউন্ডেশন একটি সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করছে। সব সময় আপনাদেরকে আমাদের সাথে চাই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।

    উত্তরমুছুন